অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাজেক ৩ দিনের বন্ধ ঘোষণা

0
12

।।মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি।।

জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী আজ মঙ্গলবার থেকে আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত  জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির অনাকাঙ্খিত পরিস্থিতিতে রাঙ্গামাটির সাজেকে  আটকা পড়া পর্যটকদের  নিরাপদে ফিরিয়ে আনতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেকে আজ থেকে  আগামী ৩ দিন  পর্যটকদের সাজেকে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায়  জেলা পুলিশ সুপার ড. মোঃ ফরহাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক সবুজ চাকমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার বলেন সাম্প্রতিক সময়ে জেলায়  সংঘাত সৃষ্টিকারীদের  অনেক তথ্য, ভিডিও ও ছবি এসেছে, আমরা  তথ্য অনুযায়ী অপরাধীদের  বিরুদ্ধে ব্যবস্থা নিব।

রাঙ্গামাটি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল সম্প্রদায়কে নিয়ে কমিটি গঠনের  পাশাপাশি সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here