
স্টাফ রিপোর্টার:
রুমার হাসপাতাল এলাকার পরিবেশ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাঙ্গু কলেজে প্রফেসর মো. ছোলজার রহমান। আজ ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি একথা বলেন।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর সকালে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার কাজী ফজলুল হক সঞ্চালনায় স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন পরিবেশ বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রুমা সরকারি সাংগু কলেজের অধ্যক্ষ মো. ছোলজার রহমান, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ আল হাসান, ডাঃ সুকান্ত দে,রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, পাড়াকারবারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং ব্র্যাক কর্মকর্তারা।
আলোচনায় প্রফেসর মো. ছোলজার রহমান বলেন, রুমা উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকার পরিবেশগত অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালের আশপাশে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা হচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। এর ফলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে এবং চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, “রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য রক্ষায় চিকিৎসাসেবার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের ফলে রোগের ধরন ও পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, যা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”
ব্র্যাক প্রতিনিধিরা জানান, স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তারা নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
সভা শেষে বক্তারা হাসপাতাল এলাকা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।