![](https://rumabarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: মহিউদ্দিন,বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বাঘাইহাট একতা যুব সংঘের আয়োজনে বাঘাইহাট বাজারস্থ মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে একতা যুব সংঘ ক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ ইবি বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক: মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক,পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সাজেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ স্কুল শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এসময় মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষক- শিক্ষার্থী ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেক অদ্বিতি পাবলিক স্কুল ও বাঘাইহাট দারুসসালাম মাদরাসার মাঝে পুরস্কার বিতরণ করেন।