সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে পালিত হচ্ছে বান্দরবানে বিজু উৎসব

0
11

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম উৎসব বিজু ও বিষু । বিজুকে ঘিরে নদীর পানিতে ভাসছে নানান রঙের ফুল এবং প্রদীপ জ্বালিয়ে প্রাথর্না করেন বিশ্ব শান্তির কামনায় চাকমা, চঞ্চঙ্গ্যা সম্প্রদায় লোকেরা।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার সাঙ্গু নদীর ঘাটে রান্যাফুল সোস্যাল অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে একদল তরুণ-তরুণী নদীতে ফুল ভাসান। এ ফুল বিজু পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া সাধ্য অনুসারে বিভিন্ন রকমের পিঠা তৈরি করে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এমনকি কারও সঙ্গে অতীতের বৈরিতা থাকলে এদিন একে অপরকে ক্ষমার মাধ্যমে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন

ফুল ভাসাতে আসা আদ্রিতা চাকমা বলেছেন, পুরোনো বছরের সব মন্দ, কালিমা ঝেরেমুছে ক্ষমা চেয়ে বিদায় ও নতুন বছরের মঙ্গল কামনা করে ফুল বিজুর দিনে ফুল ভাসানো হয়। ফুল বিজুর দিনে ফুলের মালা গেঁথে ঘরবাড়ি সাজিয়ে তোলা হয়। বাড়িঘরের সবকিছু ধুয়েমুছে পরিচ্ছন্ন করে রাখা হয়।

তঞ্চঙ্গ‌্যা সম্প্রদা‌য়ের তরুণীরা ব‌লেন, সক‌লে যেন সু‌খে শা‌ন্তি‌তে থা‌কে এজন‌্য আমরা নদী‌তে ফুল ভাসাই। এ‌ দিনটা আমা‌দের জন‌্য খুবই খু‌শির দিন। গত দু’ বছর আমরা ক‌রোনার জন‌্য ফুল ভাসা‌তে পা‌রি‌নি। এবা‌রে আমরা এ ফুল বিজু পালন কর‌তে পে‌রে আ‌রো বে‌শি খু‌শি লাগ‌ছে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানিয়েছেন, উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসব স্থলে নিয়োজিত থাকছে পোশাকধারী ও সাদা পোশাকে দুই স্তর বিশিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here