সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে মানববন্ধন

0
26

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে আলীকদমে কর্মরত সাংবাদিকরা।

‎শনিবার (৯ আগস্ট) বিকাল ৬ ঘটিকার সময় আলীকদম প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একইদিনে গাজীপুরে আরো এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্বর রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।

‎এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলীকদমে কর্মরত সাংবাদিক আলীকদম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক য়াযযায় দিন পত্রিকার প্রতিনিধি এস,এম জিয়া উদ্দিন জুয়েল,দৈনিক এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি হাসান মাহমুদ, আলীকদম রিপোর্টার্স ক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জয়দেব,আলীকদম রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম সাংবাদিক ফোরাম সভাপতি ও দ্যা ডেইলি কান্ট্রি টুডে পত্রিকার প্রতিনিধি তৌহিদুল ইসলাম,দৈনিক আমাদের চট্রগ্রাম প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ,দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শাহ আলম,সাংবাদিক জয়নাল আবেদীন,জমির উদ্দিন,আবুল হাসেমসহ প্রমূখ।

‎মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তারা বলেন, “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়,তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা। একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

‎এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা সাংবাদিক সাগর-রুমি হত্যার বিচারসহ সংঘটিত সকল নির্যাতন-নিপিড়ন ও সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here