লামায় বৈরী আবহাওয়ার কারণে ৬০টি পর্যটন- রিসোর্ট সাময়িক ভাবে বন্ধ ঘোষণা প্রশাসনের

0
47

উপজেলা প্রতিনিধি।।লামা।।

বান্দরবানের লামা উপজেলায় বৈরী আবহাওয়ার কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে প্রায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (০১ জুন) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

তিনি বলেন, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কা রোধে মিরিঞ্জা ভ্যালি, সুখিয়া ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৬০ টি রিসোর্ট পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

বান্দরবান আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানে অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোববার বিকাল ৩টা পর্যন্ত বান্দরবানে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে পর্যটন স্পট, রিসোর্ট ও কটেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণাকে স্বাগত জানিয়েছে লামা পর্যটন মালিক সমিতি। বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে দ্রুত এই সিদ্ধান্ত পত্যাহারের অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।

লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট সাদেকুল মাওলা বলেন, আমরা আশা করবো বৈরী আবহাওয়া কেটে গেলে ঈদের আগে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিবে স্থানীয় প্রশাসন। ঈদকে কেন্দ্র করে লামার পর্যটন শিল্পে যেন কোন নেতিবাচক প্রভাব না পরে তাই সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here