লংগদুতে শিক্ষা নিয়ে ভাবনা: শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

0
8

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিমল কান্তি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটারকছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন চাকমা, লংগদু প্রেস ক্লাব সভাপতি এবিএস মামুন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে দাতা সদস্য নাগর চান চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অপরিহার্য। শুধু চরিত্র গঠন, সময়ানুবর্তিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও শিক্ষার মান বাড়ানো সম্ভব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মূল শক্তি শিক্ষক ও অভিভাবক। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

পরে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের ত্রিপক্ষীয় সমাবেশ শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করে তুলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here