লংগদুতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

0
33

আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।

রাঙ্গামাটির লংগদুতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২৬ শে মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে পরিষদের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন, সহ কারী পুলিশ সুপার বাঘাইছড়ি সার্কেল জনাব মাহামুদুল হাসান,লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রোকৌশলী শামসুল আলম, শিক্ষা কর্মকর্তা এম কে ঈমান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আব্বাস উদ্দিন মিজি, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তার মিলন চাকমা লংগদু প্রেসক্লাবের সভাপতি এ,বি,এস মামুন,সহ প্রমুখ।

অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, মুক্তি যুদ্ধা শাহ্ নেওয়াজ চৌধুরী,ও মুক্তি যুদ্ধা খোরশেদ আলম, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে লংগদু স্মৃতিস্তম্ভ  প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

পরে স্মৃতিস্তম্ভটিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, লংগদু  সার্কেল অফিস, লংগদু থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও শিক্ষার্থীরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here