
অনলাইন ডেক্স:
বান্দরবান জেলার রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর মানবিক উদ্যোগে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের প্রংজাং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (২০ অক্টোবর) ব্যাটালিয়ন-৯ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম শাহ্ রেজা,পিএসসি-এর দিকনির্দেশনায় রাইক্ষ্যং পুকুর পাড়া লগ বেস ক্যাম্প কমান্ডারের তত্ত্বাবধানে বিদ্যালয়ের-১টি চেয়ার,১টি টেবিল ও ২০টি বেঞ্চ সরবরাহ ও স্থাপন করা হয়। শিক্ষা সামগ্রীগুলোর সম্পূর্ণ ব্যয়ভার রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) নিজ খরচে বিতরণ করা হয়েছে বলে জানাগেছে।
লেফটেন্যাট কর্ণেল এ বি এম শাহ্ রেজা বলেন এই উদ্যোগ বিজিবির নিরবিচারে সেবামূলক ও মানবিক কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য অঞ্চলের জনসাধারণের পাশে থেকে জনকল্যাণে অবদান রেখে চলেছে।
তিনি আরো বলেন স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক সহায়তাকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ ধরনের কর্মসূচি পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং সহাবস্থানের পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ভবিষ্যতেও সীমান্ত রক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।