ডেক্স রিপোর্ট।।
বান্দরবানের রুমা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটায় উদ্বোধনের সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে কুচকাওয়াজে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে।
পরে কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির সদস্যরা। পরে কুচকাওয়াজে অংশ নেয়াদের মাঝে উপজেলা পরিষদ হল রুমে স্বাধীনতার পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে, সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরা