শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeঅপরাধরুমায় সিংরাও ম্রো'র বিরুদ্ধে জন্ম নিবন্ধনসহ নানা কাজে অর্থ আদায়ের অভিযোগ

রুমায় সিংরাও ম্রো’র বিরুদ্ধে জন্ম নিবন্ধনসহ নানা কাজে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের রুমা উপজেলার ৪ নং গালেঙ্গা ইউনিয়নে সিং রাও ম্রো নামের এক ব্যক্তির বিরুদ্ধে উদ্যোক্তা বা ইউনিয়ন পরিষদের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব না থাকা সত্ত্বেও জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সেবার কাজ করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিং রাও ম্রো ইউনিয়ন পরিষদের কোনো কাগজপত্রভিত্তিক চুক্তি বা নিয়োগপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে নিজের বাসভবনেই জন্ম নিবন্ধন ও অন্যান্য ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট কাজ করে আসছেন। এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং সঠিক সেবা প্রাপ্তি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, “সিং রাও ম্রো ইউনিয়ন পরিষদের কোনো স্টাফ নন। তিনি নিজের মতো করে এসব কাজ করে ইনকাম করছেন।” চেয়ারম্যান আরও বলেন, তার এ ধরনের কার্যক্রম ইউনিয়ন পরিষদের অনুমোদনপ্রাপ্ত নয়।

সিংরাও ম্রোকে একাধিকবার কল দিলেও কল ধরেননি।

এসব অনিয়মের কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দাবি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয়।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: