
উবাসিং মারমা।।রুমা।।
বাংলাদেশ জমায়েত ইসলাম রুমা উপজেলা পক্ষে থেকে রুমা সদর, ১ নং ও ২নং ওয়ার্ড সকল মুসলি মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রুমা বাজার মায়া কুঞ্জন হল রুমে দ্বিতীয় তলায় এই ইফতার ও মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী রুমা উপজেলা শাখা সভাপতি জনাব মোহাম্মদ খলিলুল রহমান,বিশেষ অতিথি জনাব অধ্যাপক গোলাম মোস্তফা তাজ সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম বান্দরবান পার্বত্য জেলা,বিশেষ অতিথি জনাব এড মোহাম্মদ আবুল কামাল নায়েবে আমীর বাংলাদেশ জামায়েত ইসলাম বান্দরবান পার্বত্য জেলা, প্রধান অতিথি জনাব এস এম আব্দুচ ছালাম আযাদ আমীর বাংলাদেশ জামায়েত ইসলামী বান্দরবান পার্বত্য জেলা। আরও ছিলেন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ খলিলুর রহমান তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে আমাদের বিদেশি বন্ধুদের সম্মানে ইফতার পার্টির ঐতিহ্য ধরে রেখেছিল। কিন্তু ২০১৪ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার আমাদের ইফতার পার্টি আয়োজন করতে দেয়নি।আমরা মনে করি, একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অপরিহার্য। আমাদের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের মতামতকে গুরুত্ব দেওয়া, প্রতিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দেশ গঠনে সবাইকে সমান সুযোগ দেওয়া। জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।