শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeবান্দরবানরুমায় যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষককে শোকজ

রুমায় যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষককে শোকজ

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষকের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল রুমাবার্তা ডটকম এর সংবাদ প্রকাশের পর ঘটনাটি নতুনমাত্রা পায়। সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করেন গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে যাহা স্মারক নং ৩৮.০১.০৩৯১.০০০.২৭.০০১.২৫.১২০।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান  জানান, বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মকভাবে শিক্ষাবঞ্চিত হচ্ছিল এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এতে সরকারি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফোসিংনু মারমা এবং সহকারী শিক্ষক উসাচিং মারমা, উক্যসিং মারমা ও জনি ত্রিপুরার বিরুদ্ধে ২০১৮ সালের বিধিমালার ৩(খ) ও ৩(গ) ধারায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল, ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় নানা সমস্যা তৈরি হচ্ছিল। সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চার শিক্ষককে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ চিরান।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: