
অনলাইন ডেক্স:
বান্দরবানের রুমা উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কেএসমং মারমার উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম।
এই ক্যাম্পের মূল লক্ষ্য ছিল—দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মাঝে চোখের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চক্ষু চিকিৎসা সহজলভ্য করা। ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের সভাপতিত্ব করেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের-৩৬ বীর উপ-অধিনায়ক মোঃ মেহেদী সরকার।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কেএসমং মারমা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী, অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ,২নং রুমা সদর ইউপি চেয়ারম্যান অংসিংনু মারমা,৩নং রেমাইক্রী ইউপি চেয়ারম্যান জিরা বম,৪নং ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি পলি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেব ব্রত বড়ুয়া(রুবেল) এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষসহ প্রায় ৫০০ জনের অধিক উপস্থিত ছিলেন।