রুমায় বাড়ছে ডেঙ্গু রোগী

0
5

উপজেলা প্রতিনিধি।।রুমা।।

বান্দরবানের রুমা উপজেলায় রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬জন ভর্তি হয়েছেন হাসপাতালে।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য  কমপ্লেক্সে গেলে এ তথ্যটি নিশ্চিত করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আরও জানা গেছে, জানুয়ারি থেকে এই পর্যন্ত রুমায় ডেঙ্গুতে ৭০ জন আক্রান্ত হয়েছেন আর এদের মধ্যে ৯০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও রুমা উপজেলার চিকিৎসাধীন রয়েছে রোগী।

এ সময় চিকিৎসকেরা জানিয়েছেন আবহাওয়ার পরিবর্তনের কারণে পরিত্যক্ত বিভিন্নস্থানে, নালা-নর্দমা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসায় পানি জমে থাকে আর পরর্বতীতে তা থেকে এডিস মশার অবাধ বংশবিস্তার ঘটে আর চারিদিকে এই রোগের প্রাদুর্ভাব হয় আর তাই আমাদের সবাইকে এই ডেঙ্গু রোগ থেকে সচেতন থাকা এবং নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা জরুরি।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আরও বলেন,এডিস মশার কামড় থেকে নিজেদের রক্ষা করতে দিনে ও রাতের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানো জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here