রুমায় ট্যুরিস্ট গাইডের ইউনিফর্ম, গৃহমঞ্জুরীদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

0
8

স্টাফ রিপোর্টার।।

বান্দরবানের রুমা উপজেলা পরিষদে আয়োজনে বাস্তবায়ন সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহযোগিতায় ট্যুরিস্ট গাইডের জন্য ইউনিফর্ম, গৃহমঞ্জুরীদের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (২৮জুলাই) দুপুরে ৩১জন ঢেউটিন উপকারভোগীর ও ৬১জন পর্যটক গাইডের মাঝে ইউনিফর্ম প্রধান অতিথি উপজেলা পরিষদে নির্রাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী উপস্থিত থেকেই উপজেলা পরিষদ হলরুমে বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ১লক্ষ ৫০হাজার টিআর প্রকল্পের সভাপতি ১নং ওয়ার্ডে মেম্বার আবু বক্কর ছিদ্দিক উপস্থিতির মাধ্যমে পর্যটক গাইডের মাঝে ইউনিফর্ম প্রদান করা হয়েছে। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রুমা উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. কাওসার আলী উপস্থিত থেকে জিআর প্রকল্পের উপকারভোগীদের ঢেউটিন ও নগদ অর্থ ৬হাজার করে প্রদান করা হয়েছে।

ভুক্তভোগীরা বিতরণকালে বলেন, এ ধরনের কার্যক্রম আমাদের গরীব ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত উপকার হয়েছে। বর্ষা মৌসুমে ঢেউটিন ও টাকা পেয়ে আমরা অনেক খুশি। পাশাপাশি পর্যটন ভ্রমণ পিপাসুদের সুবিথার্তে গাইডের জন্য ইউনিফর্ম দিয়ে পাশে থাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here