
ডেক্স রিপোর্ট।।রুমাবার্তা।।
বান্দরবানের রুমায় পাহাড়ি কাঁচা রাস্তায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২ জন।
আজ সোমবার সকালে পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লাল কাপ এল বম (৪০) পাইন্দু ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুয়ালপি পাড়ার জুয়াল ত্লিং বম এর ছেলে।
আহতরা হলেন-রুমা উপজেলার মুয়ালপি বম পাড়ার জিংপেক কিম বম (৪৫),ভান থোয়াল জোয়াল বম (৩৫)
প্রত্যক্ষদর্শীরা জানান,সাপ্তাহিক হাটের বাজার দিন হওয়ায় দুপুরে রুমা বাজার থেকে মুয়ালপি পাড়া যাচ্ছিল গাড়িটি। মুয়ালপি পাড়া মাঝ পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা গনমাধ্যমকর্মীকে জানান, গাড়ি উল্টে গেলে যাত্রী লাল কাপ এল বম ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ রুবেল বলেন,আহত দুইজনকে ভর্তি করা হয়েছে।
রুমা থানা ভারপ্রাপ্ত ওসি মোঃ সরওয়াদী বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।