ডেক্স রিপোর্ট।।
পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে এগারোটা দিকে বান্দরবানের রুমা উপজেলা সদরের বেথেল পাড়ার কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বৈঠক শুভ সূচনা করেন।
বৈঠকে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে ১৩জন সদস্য এবং কেএনএফ এর পক্ষে ০৮জন সদস্য অংশ নেয়। এছাড়াও জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা সদস্যরা উপস্থিত রয়েছে। বৈঠককে ঘিরে বেথেল পাড়ায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ বিজিবিসহ মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। দু’পক্ষের মধ্যে এর আগে একাধিক বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হয়ে গত ৫ নভেম্বর প্রথম বৈঠক হলেও দীর্ঘ ৪মাস পর এটাই দ্বিতীয় বৈঠক।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির এবং কেএনএফ উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের প্রেসব্রিফিং দেওয়া হবে বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র।
বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, শান্তি কমিটির মূখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ভারপ্রপ্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পলিশ সুপার আব্দুল করিম, কেএনএফ এর পক্ষে কেএনএফ’র রিপ্রেজেন্টেটিভ ফর পীস ডায়ালগের সেন্ট্রাল কমিটি ও টিম লিডার লালজংময়, সাংগঠনিক সম্পাদক লালসাংলম প্রেসিডেন্টের উপদেষ্টা লালএংলিয়ানসহ অন্যান্যরা।
উল্লেখ্য, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পরিষদে চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা এর নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে ২০২৩ সালের জুন মাসে ১৮ সদস্য বিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।