বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
Homeবান্দরবানরুমায় আবারো কেএনএফের সক্রিয় দুই সদস্যকে আটক; উদ্ধার দেশীয় বন্দুক

রুমায় আবারো কেএনএফের সক্রিয় দুই সদস্যকে আটক; উদ্ধার দেশীয় বন্দুক

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে আবারো কেএনএফের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় অভিযানে ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোষাক, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ল্যাপটপ,দুই জোড়া বুট,১টি ছুরি, কেএনএফের পোষাক ও বিভিন্ন সরঞ্জাসহ উদ্ধার করা হয়।

সোমবার (৮ এপ্রিল) রুমা বেথেল পাড়া থেকে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন।

তিনি জানান, রুমায় বেথেল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোষাক, সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত ল্যাপটপ,দুই জোড়া বুট,১টি ছুরি, কেএনএফের পোষাক ও বিভিন্ন সরঞ্জাসহ দুই জনকে আটক করা হয়েছে।

এর আগে বান্দরবানে থানচিতে দুটি ব্যাংকে ডাকাতি ঘটনায় কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফের তিন সদস্যকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ মো: কফিল উদ্দিন সাগর নামে চালককে গ্রেপ্তার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: