
সাইফুল ইসলাম, রামগড়:
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভুইয়া (ফরহাদ) (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে তিনটি রিং পড়ানো হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০.৩০ টার দিকে আবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে শহিদুল ইসলাম ভুঁইয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার তাহার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১২ নভেম্বর (বুধবার) শহিদুল ইসলাম ভুঁইয়া জানাযা প্রথমে চট্টগ্রামে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে, বাদ যোহর রামগড়, ও বাদ আছর গ্রামের বাড়ি শুভপুর অনুষ্ঠিত হবে।
উল্লেখঃ যে শহিদুল ইসলাম ভুঁইয়া রামগড় উপজেলা পরিষদের সফল এক জন চেয়ারম্যান ছিলেন,পরর্বতীতে ২০১৮ সালে ২৯৮ নং আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার বড় ভাই শাহাবুদ্দিন মেম্বারের মেজো ছেলে, এছাড়াও তিনি সাপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক এবং রামগড় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
