রাতে শহর ঘুরে কম্বল বিতরণ করলেন মন্ত্রীর সহধর্মিণী

0
47

আকাশ মার্মা মংসিং।।বান্দরবান ||

পাহাড়ের যখন জেঁকে বসেছে শীত সেখানেই থর থর করে কাপছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। শীতের কিছুটা থেকে মুক্তি পেতে রাতে বান্দরবান শহর ঘুরে ঘুরে নিজ উদ্যেগে শীতার্ত ছিন্নমূল নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বীর বাহাদুর উশৈসিং সহধর্মিণী মেহ্লাপ্রু।

বুধবার (১৭জানুয়ারি)  রাত ৯টা থেকে সাড়ে দশটার পর্যন্ত শহরে বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন।

এসময় পৌরসভা মেয়র শামসুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান য়ইসা থুই মারমা, যুবলীগের আহ্বায়ক কেলুমং, ছাত্রলীগের সভাপতি পুলু মারমাসহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, জেলা শহর ট্রাফিক মোড় থেকে শুরু করে চৌধুরী মার্কেট, মধ্যম পাড়া ও উজানী পাড়াসহ প্রত্যেকটি এলাকায় ৪০জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

মেহ্লাপ্রু মারমা বলেন, শহরের ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে জেলা শহরের নিজে ঘুরে ঘুরে ৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। নিজ অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী সহধর্মিণী মেহ্লাপ্রু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here