রাজস্থলীতে চায়ের দোকানে আগুন, দোকানি দ্বগ্ধ

0
50

উচ্চপ্রু মারমা।। রাজস্হলী।।

রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজস্থলী বাজারে আগুনের ঘটনা ঘটে।

আগুনে দীপংকর দাশ (৩২) নামে স্থানীয় একটি কুলিং কর্নারের মালিক দ্বগ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।

আহত ব্যক্তি  উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা পিতা মৃ. অমর দাশের ছেলে দীপংকর দাশ।

 

ছবি: রুমা বার্তা।
ছবি: রুমা বার্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারে আগুনে। আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এসময় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান আনে। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেছে জরুরি বিভাগের চিকিৎসক।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, রাজস্থলী বাজারে আগুনের ঘটনায় হাসপাতালে দগ্ধ একজনকে আনা হয়েছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়েছে। তবে শ্বাসনালি দিকটা পুড়েনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here