মানিকছড়িতে ফলজ গাছের চারা বিতরণ করেন  জেলা পরিষদ সদস্য

0
68

অংগ্য মারমা।। মানিকছড়ি।।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে মানিকছড়ি উপজেলায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (২ আগষ্ট) বিকেলে মংরাজা মংপ্রুসাইন বাহাদুর বাস ভবন প্রাঙ্গণে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানে পরিচালনা কমিটি সভাপতি হাতে বিনামূল্যে নারিকেল, আমরা , লটকন , আম ও আমলকি গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন , বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়ছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

এসময় চারা বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মানিকছড়ি কর্ণৈল বাগানে ব্যবস্থাপক বাদল কান্তি সেন, রাজপাড়া কার্বারী চাইহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মংসাপ্রু চৌধুরী, পান্নাবিল পাড়া কার্বারী উগ্যজাই মারমা, মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম রসুল, রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ছদুরখীল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্রে মারমাসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রতিটি মানুষের বৃক্ষরোপণে আগ্রহ তৈরি করা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা লক্ষ্যে ফলজ গাছের চারা বিতরণ করছি।

ফলজ চারা বিতরণ শেষে উপজেলা মাষ্টার পাড়া জামের মসজিদ ও বিশ্বশান্তি মহামুনি বৌদ্ধ বিহার, শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী মন্দির এবং আন্তর্জাতীক স্মৃতীধাম ভাবনা কেন্দ্রে বিভিন্ন ফলজ প্রজাতির বৃক্ষরোপন করেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়ছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

এই উদ্যোগে জন্য আনন্দিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সভাপতিরা সাধুবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here