মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই; বীর বাহাদুর

0
97

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের সেনা রিজিয়নে আয়োজনে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল আড়াইটায় বান্দরবানের সদর জোনের মাঠ প্রাঙ্গনে ফাইনাল টুর্ণামেন্টের প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।

এদিকে ফাইনাল খেলায় জেলা পুলিশের টিমের মুখোমুখি হয় প্রাথমিক শিক্ষা বিভাগ। খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান করেন পুলিশের টিম। পরে বিপক্ষে দল জেলা প্রাথমিক বিভাগকে ২০১ রানের টার্গেট জুটি বেধে দেন দলটি।

পরবর্তিতে বিপক্ষ দলকে জবাব দিতে ব্যাটিংয়ে নামেন জেলা প্রাথমিক বিভাগ দল। খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও খেলার শেষের দিকে উইকেট টেনে নেন বিপক্ষ দল পুলিশের টিম। তিন ওভারের তিনটি উইকেট নিয়ে দলকে উৎসাহ বাড়িয়ে তুলেন জেলা পুলিশের অধিনায়ক রায়হান কাজেমী।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ খেলায় প্রথমার্ধের ভালো রান করলেও শেষ মুহুর্তের এসে রান দেখা মেলেনি দলটি। ফলে ১৯ ওভারের আউট হয়ে যান প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন। এরপরই রান না পেয়ে একের পর এক উইকেট হারান দলটি। সবশেষে ৯ উইকেটে ১৯ ওভারের ৬ রানের জন্য পুলিশ দলের কাছে হেরে যান জেলা প্রাথমিক বিভাগ।

খেলার শেষে রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জেলা পুলিশের টিম। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন ও জেলা পুলিশের দলের ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে আলী হাসান নির্বাচিত হন। পরে চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার ও নগদ অর্থ ২৫ হাজার টাকা তুলে দেন অতিথিরা।

বক্তব্যে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শরীর সুস্থ ও ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই। রিজিয়নের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের ক্রীড়ায় সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এসময় ৬৯ পদাতিক সেনারিজিয়নে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ , সেনাজোনের কমান্ডার লে কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, পৌরসভা মেয়র শামসুল ইসলাম, জেলা জজ আদালতে বিচারক ফজলে এলাহী,উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু বীন মো.ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদারসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধায়নে এবারের টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here