
মিল্টন চাকমা কলিন, মহালছড়ি:
খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে প্রায় ২৩টি দোকান। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মহালছড়ি বাজারের এই আগুন লাগলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে বজ্রপাতের কারনে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করতেছেন স্থানীয়রা। মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকার কারনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে বলতেছেন স্থানীয়রা।
আগুন লাগার পর দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনী, সাথে যোগ দেয় স্থানীয়রাও। পরে প্রায় এক ঘন্টা পর ২৫ কিলোমিটার দুরে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নেভানোর কাজে যোগ দিলে আজ সকাল ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আজ সকাল ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান, এই সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

