
মিল্টন চাকমা(কলিন)।। মহালছড়ি।।
মহা তাবু জলসা’র মধ্য দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউটস গ্রুপের ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৫ সম্পন্ন হয়েছে।
”জুলাইয়ের দীপ্তি অভিযানের শক্তি” এই স্লোগানকে সামনে রেখে ২০ আগষ্ট থেকে ২২ আগষ্ট পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান মহা তাবু জলসার মধ্য দিয়ে গত রাত্রে সম্পন্ন হয়েছে।
২২ আগষ্ট (শুক্রবার) রাতে খাগড়াছড়ির মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্টিত এই মহা তাবু জলসা অনুষ্ঠানে ক্যাম্প চীফ ও বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দিন বিভাগীয় কমিশার, চট্টগ্রাম ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল। আরো উপস্থিত ছিলেন প্রধান স্কাউট ব্যক্তিত্ব মোঃ নাজমুল ইসলাম পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি ও অধিনায়ক ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা প্রশাসক, খাগড়াছড়ি, পুলিশ সুপার, মো: খোরশেদ আলম, ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এডিসি রুমানা হক, শিক্ষা ও আইসিটি, খাগড়াছড়ি, মো: আবু রায়হান, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার, প্রফেসর ডঃ এ,কে এম সামছু উদ্দিন আজাদ, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম ও কমিশনার, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম অঞ্চল, এস এম শাহনেওয়াজ আলি মির্জা, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল, উপাধ্যক্ষ ও সার্জেন্ট মোঃ রাসেল আহমেদ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজ।
এছাড়াও ৬ এপিবিএন এর অফিসার বৃন্দ, স্কুলের শিক্ষক, ঢাকা থেকে আগত রোভার ও স্কাউটস সদস্যবৃন্দ এবং রাংগামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত স্কাউটস সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
৩ দিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত অ্যাডভেঞ্চার ক্যাম্পে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ছিলো আলুটিলা গুহা, ইকো পার্ক, দেবতা পুকুর, রিছাং ঝর্ণা ভ্রমণ, টিম বিল্ডিং এক্সারসাইজ, মুভি নাইট, এরোবিক্স, পাহাড় ট্রেকিং, টিম গেইমস, সুইমিং প্রোগ্রাম, মহা তাবু জলসা, অতিথিদের শুভেচ্ছা স্মারক বিতরণ ও সার্টিফিকেট বিতরণসহ বিভিন্ন প্রোগ্রাম।