শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeআলাপনবৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

ডেক্স নিউজ।।

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও নোয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাইসুর রহমানকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাই বাজার রেলগেট সংলগ্ন ঈর্ষাল কলোনিতে উপস্থিত হয়ে এই চিকিৎসা সহায়তা সংশ্লিষ্টদের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

চিকিৎসাধীন আহত দুই শিক্ষার্থী মোহাম্মদ নবীন ও রাইসুর রহমানের পরিবারের প্রতি জনাব তারেক রহমানের আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

উপস্থিত ছিলেন সেলটির আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান। বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘গত ৫ আগস্টের স্বাধীনতার ফলের জন্য দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে এই মোহাম্মদ নবীনের মতো শিক্ষার্থীদের। নবীন নিজের চোখ হারিয়েছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল-সহ বিএনপি’র অনেকে আহত ও নিহত হয়েছে। সবার পাশে জনাব তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস.এম.জাহাঙ্গীর, আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন),সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ,শাকিল আহমেদ, ফরহাদ আলী সজিব,মোঃ রুবেল আমিন, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: