বিলাইছড়িতে পাসের হার ৫০ শতাংশ , নেই জিপিএ – ৫

0
11

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

বিলাইছড়ির  ১ টি কেন্দ্রে  এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা  ৫০% বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এছাড়াও  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সরকারি উচ্চ বিদ্যালয়  সূত্রে জানা যায়,বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২১৫ জন পাস/পাশ /pass করেছে ১০২ জন পাসের হার ৪৭.৪৪%। অন্যদিকে ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে  পরীক্ষা দিয়েছে ৮৩ জন পাস করেছে ৪৭ জন পাশের হার ৫৬.৬৩ %। মোট পরীক্ষার্থী ২৯৮ জন পাস করেছে ১৪৯ জন। এছাড়াও  হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে এই কেন্দ্রে  পরীক্ষা দিয়েছে ২১ জন পাস  করেছে ৬ জন পাসের হার  ২৮.৫৭ %।

 এইবারে এই কেন্দ্রে সব বিদ্যালয় মিলে নিয়মিত ২৩৩ জন ও অনিয়মিত ৮৬ জনসহ মোট – ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি  বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২১ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here