
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
সারাদেশের ন্যায় জুলাই পূর্নজাগরনে সমাজ গঠনে বিলাইছড়ি উপজেলাও যোগ দেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এতে ওসমানী স্মৃতি মিলনায়তন হতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস, মূর্শিদ।
শনিবার(২৬ জুলাই) সমাজ সেবা বিভাগের আয়োজনে, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলন ও সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মা শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে ওসমানী স্মৃতি মিলনায়তন হতে ভার্চুয়ালি শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্মেলন কক্ষ হতে যোগদেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। এছাড়াও যোগ দেন থানা এস আই মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ( অ:দা:) নাজমুল হাসান, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি, উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবি, শিক্ষক, সাংবাদিক, দিনমজুর, সুশীল সমাজের নেতৃবৃন্দ।