বিলাইছড়িতে আগুন নিভানোর মহড়া অনুষ্ঠিত

0
5

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।। 

“দুর্যোগে পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুটি দিবস উপলক্ষে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ মার্চ) বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিলাইছড়ি বাজার মাঠে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। তিনি সকলের সচেতনতা বিষয়ে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, থানা সেকেন্ড ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, আলিখিয়াং রেঞ্জ কর্মকর্তা মো. রোকনুজ্জামান,ফারুয়া রেঞ্জ কর্মকর্তা খান মো.আনোয়ার হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক শুভাশিষ কর,প্রকল্প বাস্তবায়ন অফিসের দায়িত্বে সুমন গাজী এবং উপ- সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।

এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মেহেরাজ উদ্দীন (শান্ত) যুব সদস্য, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিট, মো. আলী আজগর, দলনেতা, যুব রেড ক্রিসেন্ট, বিলাইছড়ি উপজেলা টিম এবং যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা টীমের সেচ্ছাসেবকবৃন্দ। সার্বিক সহযোগিতায়: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় এবং যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা টীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here