উপজেলা প্রতিনিধি।।বিলাইছড়ি।।
পাহাড়ে ডিজিটাল প্রযুক্তি ও শিক্ষার মান উন্নয়নে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় রাইংখ্যং রাজগুরু অগ্রবংশ বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বীর বিলাই ছড়ি সেনা জোন কর্তৃক কম্পিউটার প্রদান করা হয়েছে।
গত সোমবার (২২ এপ্রিল) সকালে রাজগুরু উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে কমিটির কাছে এই কম্পিউটার (পুরো সেটসহ) প্রদান করেন বিলাই ছড়ি সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল.রিফায়েত করিম চৌধুরী পিএসসি,পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন ১নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, নন্দলাল মেম্বার,সাথোয়াই মার্মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আর্য্যলঙ্কার মহাথের,যুগ্ন সম্পাদক দীলিপ তঞ্চঙ্গ্যা,শিক্ষক কাজলা তঞ্চঙ্গ্যা,দীপলাল তঞ্চঙ্গ্যা এবং সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তা।