বান্দরবানে সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত

0
32

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে গরু আনতে গিয়ে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫মে) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়রা জানান, মিয়ানমারের অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হন। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here