বান্দরবানে সাত উপজেলার ভাইস চেয়ারম্যান পদ হারালেন যারা

0
77

।।আকাশ মারমা মংসিং বান্দরবান।।

প্রথমে পৌরসভা মেয়র অপসারণ এরপর উপজেলার চেয়ারম্যানের অপসারণের পর বান্দরবানের সাতটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

রবিবার (১৮ আগষ্ট) রাতে স্থানীয় সরকার উপ- সচিব আকবর হোসেব এক স্বাক্ষরিত মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

বান্দরবানের সাতটি উপজেলার ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৪ জন জনপ্রতিনিধিত্ব হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।

বান্দরবান সাত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

রোয়াংছড়ি উপজেলার উপজেলার ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্বে রয়েছেন ক্রইচিং প্রু মারমা। রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন থাংখামলিয়ান বম ও মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে নুম্রাউ মারমা। থানচি উপজেলার ভাইস চেয়ারম্যান চসাথোয়াই ও মহিলা ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্বে রয়েছেন নুমেপ্রু মারমা।

এদিকে সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান দ্বায়িত্ব করছেন মেহাই নু মারমা। এই দুই জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগে সংক্রিয় কর্মী।

অপদিকে লামা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোস্তফা জামাল প্রদীপ ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা দ্বায়িত্ব পালন করে আসছিলেন। একইভাবে আলীকদমে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। সর্বশেষ নাইক্ষ্যংছড়ি উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা দ্বায়িত্ব পালন করে আছিলেন।

অর্ন্তবর্তীনকালীন সরকার গঠন হওয়া পরই দেশ সংস্কার করতে প্রথমে পৌরসভা মেয়র এরপর উপজেলার চেয়ারম্যান ও সবশেষ ভাইস চেয়ারম্যান অপসারণের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা দ্বায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্থানীয় বিভাগ।

এবিষয়ে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন বলেন, আমরা পুরো জেলায় প্রথমে মেয়র এরপর চেয়ারম্যান ও সবশেষ ভাইস চেয়ারম্যান অপসারণের একটা গেজেট পেয়েছি । তবে প্রশাসনের পক্ষ থেকে কাকে নিয়োগ দেয়া হবে সে ব্যাপারে এখনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা আসে তখন কাকে নিয়োগ দেয়া হবে সেই ব্যাপারে পরে বিস্তারিত বলা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here