বান্দরবানে সকল অবৈধ ইটভাটা বন্ধের ঘোষণা

0
46

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবান পার্বত্য জেলায় সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কাঠ ও বনজ দ্রব্য ব্যবহারকারী ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

রবিবার (২৪ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ কাঠ/বনজ দ্রব্য ব্যবহারকারী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারক অনুসারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার্থে বান্দরবান জেলায় অবৈধ ও অননুমোদিত সকল ইটভাটা বন্ধ রাখতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here