।।আকাশ মারমা মংসিং বান্দরবান ।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে ২১ কোটি টাকার মূল্যে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (১৬ আগষ্ট) রাতে নাইক্ষ্যংছড়ি ফুটের ঝিরি ও নাইট্যংপাড়া এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইক্ষ্যংছড়ি রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপদ সংবাদ পেয়ে অভিযানে নামে কক্সবাজার ৩৪ বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর একটি টিম। অভিযানে উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় সাড়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
কক্সবাজার ৩৪ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলামের জানান, বিজিবি আভিযানিক দল ওই এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও মাদক কারবারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।