বান্দরবানে নার্সিং কলেজে অধ্যক্ষ পদত্যাগে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
64

।।বান্দরবান প্রতিনিধি।।

অধ্যাক্ষ পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে করেছে বান্দরবানে নার্সিং কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা । এর আগে শিক্ষার্থীরা ১৩টি দাবি-দাওয়া নিয়ে অধ্যক্ষ কাছে জমা দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধায় সাতটায় দিকে নার্সিং কলেজের ভিতর বিক্ষোভ আন্দোলন শুরু হয়। আন্দোলনে দু’ পক্ষে হাতাহাতি ঘটনা ঘটলেও কোন শিক্ষার্থীর হতাহত হয়নি।

এদিকে নার্সিং কলেজে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়াই অধ্যাক্ষ পদত্যাগের এক দফা দাবিতে বিষয় নিয়ে দু’ পক্ষে শিক্ষার্থীর মাঝে তুমুল ঝগড়া হয়। দাবী মেনে না নেওয়ায় সন্ধ্যায় থেকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে নিজ রুমে অবরোদ্ধ করে রাখে। পরবর্তীতে বান্দরবান নার্সিং কলেজে অধ্যক্ষ পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান শুরু করে শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে প্রশাসন ও সেনাবাহিনী সদস্যরা এসে নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, গেল ২৭ তারিখ কলেজের অধ্যক্ষ কাছে ১৩ দফা দাবি-দাওয়া জানান শিক্ষার্থীরা। সেসব দাবিগুলো কলেজের অধ্যক্ষ মেনে না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। বেলা দুপুর থেকে দাবি বাস্তবায়নের লক্ষ্যে উত্তপ্ত হতে থাকে পুরো নার্সিং কলেজ। এর আগেও দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গেল দুই দিন আগে ১৩টি দাবি জানানো হয়েছিল অধ্যক্ষকের কাছে। কিন্তু তিনি সেসব দাবি-দাওয়া মেনে নেননি। তাই সন্ধায় থেকে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। কিন্তু সিনিয়রদের সাথে জুনিয়রদের হাতাহাতি ঘটনা ঘটে। আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে এক দফা অধ্যাক্ষকের অপসারণ নয় পদত্যাগ করতে হবে।

এবিষয়ে জেলা প্রশাসক শাহ মোহাজিদ উদ্দিন জানান, সন্ধায় থেকে নার্সিং কলেজের দাবি-দাওয়া ও অধ্যাক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য তিন তলা রুম খুলে দেওয়া হয়েছে। আর এ বিষয়ে পার্বত্য উপদেষ্টা সাথে কথা হয়েছে এবং শিক্ষার্থীদের যে দাবি সেটি মেনে নেয়া হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here