মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে হযরত ওবায়দুল হক প্রকাশ বাঁশ ফকির মামার ৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতির কাজ সারছে আগেভাগে।
রবিবার (২২ ডিসেম্বর) কাচালং বাজার মাজার প্রাঙ্গনে পবিত্র ওরশ শরীফ উপলক্ষে এর সকল প্রস্তুতির কাজ সেড়ে নিচ্ছে মাহফিল এন্তেজামিয়া কমিটি।
এসময় মাহফিল কমিটির সাথে কথা বলে জানা যায় হযরত ওবায়দুল হক প্রকাশ বাঁশ ফকির মামার ৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ আগামী ২৪ ডিসেম্বর রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে বাদ যোহর খতমে কোরআন,বাদ আছর কবর জিয়ারত,বাদ এশা মিলাদ মাহফিল ও চেমাহ মাহফিল এবং কাচালং ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ নিরব ইসলাম (সবুজ) এর আমন্ত্রণে চট্টগ্রাম থেকে আগত শিল্পী মঈনদ্দীন সাবিদ এর কন্ঠে কাওয়ালী ও ভান্ডারী গানে রাতব্যাপী দর্শক মাতাবে। বাদ ফজর আখেরী মোনাজাত ও তবারুক বিতরণে মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হবে।