বাঘাইছড়িতে টাইফয়েড টিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন আমেনা মারজান

0
37

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

সারাদেশে ন্যায় বাঘাইছড়ি উপজেলায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।

রবিবার ১২ অক্টোবর সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান টিকাদান কর্মসূচির উদ্ধোধন করেন তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আট’টি ইউনিয়নে স্কুল ও মাদ্রাসা মিলে মোট ১৯৪ টি কেন্দ্রের।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মী ও সুবিধাভোগী ছাত্র ছাত্রীরা।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, উপজেলায় প্রথম পর্যায়ে ২২ টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে, পর্যায়ক্রমে ১৯৪ টি কেন্দ্রে প্রায় ২৫ হাজার শিশুদের বিনামূল্যে টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আমেনা মারজান বলেন,  সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে, সকল শিশুকে উক্ত টিকা প্রদানের আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here