বাঘাইছড়িতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

0
6

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ১৭ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৬৮ টি ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ এর সামনে উপজেলার নিবন্ধিত ছেলেদের মধ্যে এসব ছাগল বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্ধার্থ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ, রুপকারি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন, মাছ ধরার নিষিদ্ধকালীন সময়ে জেলেরা মাছ ধরতে পারে না। এক্ষেত্রে চারটি ছাগল লালন করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে যা দারিদ্র‍্য বিমোচনে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here