
স্টাফ রিপোর্টার।।
বান্দরবানের রুমা উপজেলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে।
উৎসব উপলক্ষে স্থানীয় হিন্দু মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় পতাকা, ব্যানার ও কৃষ্ণভক্তিমূলক প্রতীক হাতে নিয়ে অংশগ্রহণ করেন। পুরো এলাকা ছিল উৎসবমুখর ও আনন্দঘন।
অনুষ্ঠানে গীতাপাঠ, ভক্তিমূলক সংগীত পরিবেশনা এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, যা ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতি জাগিয়ে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুধীর দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মানস চন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়াদি, রুমা অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থের, বিশিষ্ট ঠিকাদার রতন কান্তি দাশ, পলাশ চৌধুরী এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি।
সমগ্র আয়োজনটি স্থানীয় হিন্দু সম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে একতার বার্তা ছড়িয়ে দেয় এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
অন্যদিকে সদর ইউনিয়নের মহিলা মেম্বার কল্যাণী চৌধুরী জানান, “আমরা প্রত্যেক বছর এই উৎসবের অপেক্ষায় থাকি। শিশুদের শ্রীকৃষ্ণ-রাধার সাজ দেখে খুব ভালো লাগে। ধর্মীয় উৎসবগুলো আমাদের সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।”
আয়োজকেরা আরো জানান, সন্ধ্যায় কেন্দ্রীয় হরি মন্দিরে শুভ জন্মাষ্টমী প্রার্থনার মধ্যদিয়ে আয়োজন শেষ করা হবে।