পাহাড়ে বিবাহের রেজিস্ট্রেশনের প্রস্তুত হলো থানচিতে

0
10

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

বান্দরবানে থানচি উপজেলার পাহাড়ীদের বিবাহ বন্ধনের কারবারী হেডম্যানের মাধ্যমে বিবাহ বন্ধনের রেজিস্ট্রেশন চলতি মার্চ থেকে প্রস্তুত ও চালু করা হয়েছে। প্রতিটি কারবারী হেডম্যানকে রেজিস্ট্রেশনের বই হাতে তুলে দেয়া হয়েছে।

রোববার ২ মার্চ সকালে উপজেলা পরিষদের হল রুমে হেডম্যান কারবারী কল্যান পরিষদের মিলন মেলা ও  প্রথাগত বিষয়ক আলোচনা সভা এ সব তথ্য উপস্থাপন করেন হেডম্যান কারবারী নেতারা।

“হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি” এই প্রতিপাদ্যে বান্দরবানে থানচিতে উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য প্রাপ্তি ৩জন সদস্যদের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বোমাং সার্কেল হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমা সভাপতিত্বে, হেডম্যান মুইশৈথুই মারমা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, সদস্য ও এডভোকেট উবাথোয়াই মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ -আল – ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বোমাং সার্কেলের জেলা হেডম্যান কারবারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উনিংহ্লা মারমা প্রমূখ।

বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক উবামং কারবারী, হেডম্যান শিমন ত্রিপুরা, পিটর কারবারী,ঞোহ্লা কারবারী,জ্ঞানলাল কারবারীসহ অনেকে।

এছাড়াও উপজেলার  ১১টি মৌজা প্রধান হেডম্যান,২৪২ টি গ্রামের প্রধান, সরকারী, বেসরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

সভা শেষে সংবর্ধিত হন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, উবাথোয়াই মারমা,  ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল, ওসি নাছির উদ্দিন মজুমদার, হেডম্যান নেতা উনিহ্লা। পরে প্রত্যেক কারবারীদের হাতে বিবাহ রেজিস্ট্রশনের রেজিস্টার বই তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here