বিশেষ প্রতিনিধি।। নাইক্ষ্যংছড়ি।।
রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ১২টি সিএনজি ও ডাম্পার চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাজারের বিভিন্ন স্থানে এবং সড়কে অভিযান চালিয়ে জরিমানা আদায় ও সতর্ক করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। এ সময় ১২টি মামলা করা হয় এবং নগদ ২২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ জাকারিয়া জানান, রুট পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিএনজি এবং ডাম্পার চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে জরিমানা আদায় করা হয় এবং সতর্ক করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।