দূর্গাপূজা ও প্রবারণা উৎসবের কঠোর নিরাপত্তা পদক্ষেপ নিয়েছেন থানচির প্রশাসক

0
16

উপজেলা প্রতিনিধি।।থানচি।।

বান্দরবানে থানচি উপজেলার সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গা পুজা ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারনা উৎসবের সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইন শৃংঙ্খলা রক্ষার্থে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন। এ জন্য উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি আনসার,সরকারী কর্মকর্তাদের সমন্বয় করে উপজেলা আইন শৃংঙ্খলার নিয়ন্ত্রণ কমিটি, ইউনিয়ন ও পুজান্ডবের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও শক্তিশালী স্বেচ্ছা সেবকসহ পর্যাপ্ত পরিমান আইপি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ন্ত্রণ সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে শারদীয় দূর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া উপরোক্ত কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার ৩রা অক্টোবর সকাল সাড়ে ১১ টা উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা পারশাসনের আয়োজনের শারদীয় দূর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়ার সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ,থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানা প্রতিনিধি সাব ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, সমবায় অফিসার খোকন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মসফিকুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জমির উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোরূপ নিতিবাচক কিংবা উস্কানিমূলক মন্তব্যে না করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এবং এ ধরণের বিষয় নজরে আসলে প্রশাসনকে অবহিত করার আহবান জানানো হয়েছে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উদযাপন কমিটি সভাপতি/ সম্পাদকরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

পার্বত্য জেলার খাগড়াছড়ি জেলা ও দিঘিনালা উপজেলা চলমান পাহাড়ী বাঙালি মধ্যে সম্প্রদায়িক ঘটনা এড়াতে প্রশাসনিকভাবে এ ব্যবস্থা গ্রহন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here