রেমবো ত্রিপুরা।।থানচি।।
সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ জুন) বেলা ১১টা সময় উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশ যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা সাব-ইস্পেক্টর রতন কুমার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ ভূঁইয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জমিরউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ নিজাম উদ্দিন ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা, বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা বিতরণ করা হয়।