থানচিতে  পরিষ্কার পরিচচ্ছন্নতা ৩ দিনের ক্যাম্পেইন

0
11

উপজেলা প্রতিনিধি।।থানচি।।

সুন্দর থানচিকে রাখতে অবর্জনা পারবেনা থাকতে। পরিচ্ছনতা মনের শান্তি আনে,পরিস্কার থানচি আমার স্বপ্ন থানচি। আমার মাটি আমার মা অপরিচ্ছন্ন  হতে দেব না,আপনার শহর পরিস্কার রাখুন।পরিচ্ছন্ন থানচি,উন্নত থানচি শ্লোগানের বিভিন্ন  প্লেকার্ড হাতে নিয়ে  বান্দরবানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শনিবার ০৭ ডিসেম্বর সকালে উপজেলা সদরে প্রবেশ মূখে প্রধান ফটকের  সমাবেত হয়।

বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল তৈমুর হাসান খান পিএসসি  নেতৃত্বে এক বর্নাঢ্য শোভা যাত্রা অংশ নেন। শোভাযাত্রা শেষে থানচি বাজার, সাংগু সেতু, বাস স্টেশন,সোনালী ব্যাংক চত্তর, সাংগু নদীর ঘাট, ম্রো বাজার,তথ্য সেবা কেন্দ্রসহ রাস্তাঘাটে পড়ে থাকায় ময়লা অবর্জনা গুলি পরিস্কার পরিচ্ছন্নতা করেন। এবং ময়লা অবর্জনা গুলি ডাস্টবিনে নিয়ে নির্ধারিত স্থানের আগুনে পুরানো হয়।

স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, পরিবহন মালিক সমিতি ও স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার জনসাধারণের উপস্থিতিতে সমন্বিতভাবে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সংক্ষিপ্ত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা  এস আই মোঃ তৌফিক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, মো: জসিম উদ্দিন প্রমূখ।

বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের তত্ত্বাবধানের দুই শতাধিক গেজ্জি,১০টি ডাস্টবিন,৫০টি ঝাড়ু,মাস্ক,হাতের মৌজা বিতরণ করা হয়।

পর্যটন নগড়ী থানচি উপজেলার পর্যটকদের আকৃস্ট করতে পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শনি,রবি,সোমবার তিনদিনের কর্মসূচী শুভ উদ্বোধন করেন লে: কর্নেল তৈমুর হাসান খান পিএসসি।

এনজিও সংস্থা কারিতাস, পাহাড়ী বাংঙালি,শিক্ষার্থীসহ ৫ শতাধিক গন্যমান্য ব্যক্তিরা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here