
নিজস্ব প্রতিবেদক, থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার জুলাই আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার,যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মো: মোজাহিদ হোসেন, কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নিজাম উদ্দিন,সহ সরকারী বেসরকারী এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন।