নিজস্ব সংবাদদাতা।।থানচি।।
বান্দরবানের থানচিতে গত ৫ আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে অদ্যবধি থানচি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক দ্রব্য, চোরাচালান নিয়ন্ত্রণের মাঠে কাজ করছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
শুক্রবার ৬ ডিসেম্বর সকালে থানচি আলিকদম ও বান্দরবান সড়কে জিরো পয়েন্টে সড়কে ছোট বড় যানবহনের তলাসী চালিয়েছে।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদারের নির্দেশের তলাসী চরাকালীন সময় জিরো পয়েন্ট এলাকায় থানা উপ- পরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন,বিগত ৫ আগস্ট সরকার পতনের পর হতে ওসি স্যার নির্দেশের আমরা থানচি উপজেলা গত ৪ মাস ব্যাপী বান্দরবান থানচি সড়ক,আলিকদম থানচি সড়ক, নদীর পথে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক দ্রব্য, চোরাচালান নিয়ন্ত্রণের অস্থায়ী চৌকি বসিয়ে বিভিন্ন ছোট বড় যান বহনের তলাসী চালিয়ে যাচ্ছি। পুলিশ জনতা ভাই ভাই এ শ্লোগানের মধ্য দিয়ে জনতার কাটারে পৌছানো আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। উপসহকারী পরিদর্শক (এ এস আই) মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন,দেশ ও মাটি মানুষের স্বার্থে নৈরাজ্য, সন্ত্রাস, চোরাচালান, অসামাজিক কর্মকান্ডকে পুলিশ আপোষ করে না এবং ছাড় ও দেয়া যায় না। আমরা আইন শৃংঙ্খলার পরিস্থিতির নিয়ন্ত্রনের জনতার সেবা অঙ্গীকারবদ্ধ। এ সময় পুলিশের সাথে ৫-৬ জন বিজিবি সদস্যরা ও স্বতস্ফুর্ত অংশ নেন।