তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল 

0
7

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

আদিবাসী সম্প্রদায়  তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন করলেন  অধ্যাপক ড. আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয়  উপদেষ্টা আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

শনিবার  ( ১২ইং এপ্রিল) ২০২৫ ইং বিকাল ৪টা দিকে  ফুল বিষু দিনে রেইচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ বান্দরবানে, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত, বাংলাদেশ বিষু উৎসব উদযাপন “ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুনামেন্ট-এর অনুষ্ঠান উদ্বোধন করে ‘তঞ্চঙ্গ্যা জাতিকে সময় দিয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেন।

এবং তিনি পার্বত্য অঞ্চলে যাতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে উৎসব করতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। এবং বলেন,বাংলাদেশে আমরা যারা আছি সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকার, সবাই সমান সুযোগ পাবে, কাউকে ছোট করে কাউকে বড় করে দেখতে চাইনা,সংস্কৃতিকে লালন করেছে, ধরে রেখেছে বিশেষভাবে তাদের কাছে কৃতজ্ঞ।  পহেলা বৈশাখ চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে দেশে ক্ষুদ্র জাতির সত্তাদের সামনে রেখে উদযাপন করার অনুরোধ জানান।

পরে বিকালে সভায় যোগদেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক  থানজামা লুসাই,  প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাউছার (পিপিএম) বার, আয়োজক কমিটির আহ্বায়ক রজুময় তঞ্চঙ্গ্যা সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন বাতকস এর সহ সভাপতি অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা,প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, নাজিব কুমার তঞ্চঙ্গ্যা, শাক্যমিত্র তঞ্চঙ্গ্যা,সুচিত্রা তঞ্চঙ্গ্যা,রত্না তঞ্চঙ্গ্যা  অছ্যকুমার তঞ্চঙ্গ্যা প্রমুখ।

তঞ্চঙ্গ্যা সেরা কণ্ঠ শিল্পী নির্বাচিত অঙ্কন তঞ্চঙ্গ্যা এবং  নাচে সেরা নির্বাচিত পার্বতী তঞ্চঙ্গ্যা। আর ঘিলা খেলা প্রতিযোগিতায়  রাজস্থলী অঞ্চল কমিটি ৩৭ টি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে   বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতভর যুবক- যুবতীদের ঘিলা খেলা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে জমে উঠে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসব। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া অনুষ্ঠানটি সুসম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here