চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা সহকারী অফিসার পদে নির্বাচিত হলেন কাপ্তাইয়ের আশীষ কুমার আচার্য্য

0
46

কাপ্তাই প্রতিনিধি।। রাঙ্গামাটি।।

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) নির্বাচিত হয়েছেন কাপ্তাই প্রাথমিক শিক্ষা বিভাগে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন; যেটি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৭ জুন ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠদের পুরস্কৃত করবেন বলে জানান এটিও আশীষ কুমার আচার্য্য।

এর আগে তিনি কাপ্তাই উপজেলা, রাঙামাটি জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এটিও নির্বাচিত হয়েছিলেন।

এদিকে আশীষ কুমার আর্চায্য এর প্রাপ্তিতে তাঁকে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here