খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে ত্রিলোকেশ্বর শিব মন্দিরের শুভ উদ্বোধন

0
10

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৬ মাইল নতুন পাড়ায় অনুষ্ঠিত হলো সার্বজনীন শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান। বুধবার (১৩ নভেম্বর ২০২৪) এই উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় প্রাণ প্রতিষ্ঠা, স্নান, মাল্যদানসহ পূজা সম্পাদন করেন খাগড়াপুর শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব মন্দিরের অধ্যক্ষ প্রভাংশু ত্রিপুরা। নবনির্মিত মন্দিরটি বাঁশের বেড়া ও ছন ছাদে নির্মিত, যা পরিবেশবান্ধব ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠানে শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্রীমৎ ধরীশ্বরানন্দ ব্রহ্মচারীর পরিচালনায় বিশ্ব শান্তি কামনায় বিশেষ শ্রী শ্রী গীতা পাঠের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে পেরাছড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ওয়ার্ড সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরাসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দীর্ঘদিনের অবহেলিত এই প্রত্যন্ত অঞ্চলে মন্দির স্থাপনের প্রশংসা করেন এবং এটি স্থানীয় সনাতনী সম্প্রদায়ের জন্য এক অমূল্য ধর্মীয় স্থান হিসেবে উল্লেখ করেন। তারা জানান, সরকারি-বেসরকারি ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় ভবিষ্যতে মন্দিরটি আরও সম্প্রসারণের জন্য সহায়তা করা হবে এবং এর ধর্মীয় কার্যক্রমে অবদান রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here